ফাইল ছবি
সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন খনিজ কোম্পানি মা’আদেন চারটি খনি এলাকা থেকে ৭০ লাখ আউন্সের বেশি সোনার নতুন মজুত যুক্ত করেছে। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মা’আদেন জানায়, লক্ষ্যভিত্তিক অনুসন্ধান ও খনন কার্যক্রমের মাধ্যমে মোট ৭৮ লাখ আউন্স সোনার সম্পদ তাদের ভাণ্ডারে যোগ হয়েছে। ওজনের হিসাবে যা প্রায় ২ লাখ ২১ হাজার কেজির সমান। শুরুতে ৯০ লাখ আউন্সের বেশি সোনা উত্তোলনের পরিকল্পনা থাকলেও বার্ষিক হিসাব ও মানদণ্ড অনুযায়ী শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা কিছুটা কমানো হয়।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, এই সাফল্য প্রমাণ করে যে মা’আদেনের দীর্ঘমেয়াদি কৌশল কার্যকর হচ্ছে। তিনি বলেন, “এই কারণেই আমরা সৌদি আরবের সোনার খাতে বড় পরিসরে বিনিয়োগ অব্যাহত রেখেছি।”
তিনি আরও বলেন, চারটি খনি এলাকায় অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে বিপুল পরিমাণ সোনার মজুত যুক্ত হওয়া এ খাতে মা’আদেনের সম্ভাবনাকেই তুলে ধরে। অনুসন্ধান ও খনি উন্নয়নের কাজ যত এগোবে, ততই কোম্পানির সম্পদের পরিমাণ বাড়বে।
মা’আদেনের কর্মকর্তারা আশা করছেন, এই নতুন সোনার মজুত ভবিষ্যতে কোম্পানির নগদ প্রবাহ ও আর্থিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএইচ/এস
আপনার মতামত লিখুন :